স্বাভাবিক নার্সারি ব্যবস্থাপনার মাধ্যমে চাষিরা গ্রাসকার্প মাছের এক কেজি রেণু থেকে সহজেই ১/১.৫ লক্ষ ধানী বা তার চেয়ে বড় আকারের পোনা পেয়ে থাকেন। পোনার আকার ৩/৪ ইঞ্চি হলে , এরপর আর হঠাৎ করে পোনা পাওয়া যায় না বা সংখ্যা কমে শতক অথবা হাজারে চলে আসে। এরুপ ঘটনার প্রেক্ষিতে মজুদ পুকুরে পোনামাছ মজুদের সময় দেশব্যাপী গ্রাসকার্প মাছের পোনা স্বল্পতা দেখা দেয়। এর মূল কারণ গ্রাসকার্প মাছের পোনার খাদ্যাভ্যাসের পরিবর্তন। গ্রাসকার্পের পোনার আকার ৪(চার) ইঞ্চি বা তার ওপর গেলেই এরা উদ্ভিদভোজী ( herbivore) হয়ে থাকে। তাই গ্রাসকার্পের পোনা চার ইঞ্চি হলেই তাদের কুটিপানা, নরম ঘাস ইত্যাদি খাদ্য হিসেবে দিতে হবে। তবেই নার্সারিতে পোনার সংখ্যা ঠিকমত পাওয়া যাবে। নতুবা পরিণতি গতানুগতিক পূর্বের মতই হবে।




0 Comments