Ticker

8/recent/ticker-posts

মাছ চাষে সিমেন্টের ব্যবহার

 আমাদের দেশে পুকুরে মাছ চাষের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় চুন, জিওলাইট,লবন, পটাশ, ব্লিচিং পাউডার ইত্যাদি কিন্তু পুকুরে মাছ চাষের ক্ষেত্রে সিমেন্টের ব্যবহার একটি নতুন ধারণা যা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো।

পুকুরে মাছ চাষে সিমেন্টের ব্যবহার বিষয়ে আমাদের দেশের বেশিরভাগ মাছ চাষিরাই জানেন না। লাভজনক হওয়ার কারণে দিন দিন আমাদের দেশে মাছ চাষিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পুকুরে মাছ চাষের সময় বেশ কিছু নতু উপাদান ব্যবহারে প্রয়োজন হয়।

পুকুরে মাছ চাষে সিমেন্টের ব্যবহারঃ


পুকুরে মাছ চাষে সিমেন্টের ব্যবহার নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল-

সিমেন্টে এমন কি উপাদান রয়েছে যা মাছের উপকার বা ক্ষতি করবে?

সিমেন্টে মূল উপাদান হিসাবে রয়েছে দুই ধরনের পদার্থ :-

১। চুন জাতীয় পদার্থ

২। মাটি জাতীয় পদার্থ

চুন জাতীয় পদার্থের মধ্যে রয়েছে :- চুনা পাথর।

মাটি জাতীয় পদার্থের মধ্যে রয়েছে :- সিলিকা, আয়রন, অক্সাইড ও এ্যালুমিনা। অনেক সিমেন্টে কিন্ত ফ্লাই এ্যাশও থাকে।

১। সিমেন্ট আদৌ কি মাছ চাষের জন্য উপকারি?

সিমেন্টে থাকা পাথুরে চুন কিন্ত জিওলাইট এবং সাধারণ চুনে থাকা চুনের মতই উপকারি।
যে কারনে এটা পুকুরে দেওয়ার ফলে মাটিতে থাকা ক্ষতিকারক গ্যাস রিমোভ করে, এবং পানির গুনাগুন ঠিক রাখতে সহায়তা করে।

২। সিমেন্ট কি পুকুরের জন্য ক্ষতিকর?

পুকুরের জন্য উপকারি পাথুরে চুনের পাশাপাশি সিমেন্টে রয়েছে সিলিকা, আয়রন, অক্সাইড ও এ্যালুমিনা। যা পানির সংস্পর্শে আসা মাত্রই পাথুরে চুনের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে শক্ত জমাট পাথর বাধতে শুরু করে দেয়। ফলে সিমেন্ট দ্বীর্ঘমেয়াদি ব্যবহার করলে পুকুরের তলায় জমে শক্ত আস্তরণ তৈরী করবে। যা মাছের জন্য মোটেও ভাল নয়। সার্বিক দিক বিবেচনা করলে পুকুরে সিমেন্ট ব্যবহারে লাভের চেয়ে ক্ষতির পরিমান টাই বেশি।

তবে এটা যেহেতু দ্রুত গ্যাস রিমোভ করে, তাই হঠাৎ করে পুকুরে গ্যাস বেড়ে গেলে যদি হাতের কাছে সহজেই কোন ভাল সমাধান পাওয়া না যায়? শুধু তখনি পুকুরে সিমেন্ট ব্যবহার করতে পারেন। তবে নিয়মিত ভাবে ব্যবহার করা যাবেনা।

তাই লাভজনক মাছ চাষের জন্য আমাদের কে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কোন উপাদান ব্যবহার করবো আর কোনি করো না। আর যে সকল খামারীর মাছের প্রোজেক্ট বড় তাদের কে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিসারিজ কনসালটেন্ট এর সংস্পর্শে থাকা প্রয়োজন তা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। 

ধন্যবাদ 

কৃষিবিদ আরিফ হাসান 




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement