Ticker

8/recent/ticker-posts

ব্লাক কার্প এবং কার্পিও/মিরর কার্প সমাচার

ব্লাক কার্প এবং কার্পিও/মিরর কার্প সমাচারঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

অনেক চাষী ভাইই ব্লাক কার্প এর চাষ করতে উদগ্রীব।

কিন্তু একটু ভাবার বিষয় আছে। তা' হলো ব্লাক কার্প এখনও বাজার মূল্য পায় নাই।

আর তা' ছাড়া ব্লাক কার্প একটা শামুক ভোজী মাছ।

অর্থাৎ পুকুরের অতিরিক্ত শামুক নিয়ন্ত্রন করার জন্যই ব্লাক কার্প ব্যবহার করা হয়ে থাকে।

এখন কেউ যদি শামুক নিয়ন্ত্রনকারী মাছকে মূল ফসল বা মিশ্র চাষের একটি অংশ হিসাবে নেন তা'হলে হিসাবটা ঠিক হবে না।

শামুক নিয়ন্ত্রন করার জন্য আমরা কার্পিও বা মিরর কার্প ব্যবহার করতে পারি।

ছোট থাকা কালে কার্পিও/মিরর কার্প শামুকের ডিম, লার্ভি এগুলি খেয়ে ফেলে এবং বড় কার্পিও/মিরর কার্প গোল শামুকের বড়টাকেও খায়।

যদিও কার্পিও/মিরর কার্প পুকুরের পাড় ধংস করে ফেলে এবং পুকুরের পানি এত মাত্রায় ঘোলা করে ফেলে যে, প্রাকৃতিক খাদ্য তৈরি বাধা গ্রস্থ হয়।

এই পানি ঘোলা করার মহা যজ্ঞে 'তেলাপিয়া এবং বাটা মাছ' অংশ গ্রহন করলেতো কথাই নাই!

যাদের পুকুরে অল্প সংখ্যায় হাঁস পালতে চান তাদের পুকুরে কার্পিও/মিরর কার্প থাকলে  দেখা যায় হাঁসের ডিম দেয়া কমে যায়।

আমাদের দেশে কার্পিও/মিরর কার্প আসার আগে যে পরিমানে হাঁস ডিম পাড়তো এই মাছ দুটি আসার পর থেকে হাঁসের ডিম পাড়া অনেক কমে গেছে।

তাই বিলে-ঝিলে কার্পিও মাছ ছাড়ার আগে সেটাও চিন্তার মধ্যে রাখা উচিত।

আবার আগে  দেখা যেত যে, একটা পুকুরের পাড় দীর্ঘ দিন ধরেও সহজে ভাঙ্গতো না বা নষ্ট হত না এখন কিন্তু তা' আর দেখা যায় না।

খুব অল্প সময়েই কার্পিও/মিরর কার্প পুকুরের পাড় নষ্ট করে ফেলে।

আর কার্পিও মাছের খাবারের ঘাটতি হলেতো কথাই নাই।

পুকুরের পাড়ে এসে কেঁচো খাওয়ার আশায় পাড়কে ঘুতিয়ে ফেলে দিয়ে খাবারের সন্ধান করতে থাকে।

তাই পুকুরে যেন বেশী মাত্রায় কার্পিও/মিরর কার্প ছাড়া না হয় সেদিকে খেয়াল রাখা দরকার।

অবশ্য অনেক চাষী ভাইই পুকুরের পাড় নাইলনের কাঁথা জাল দিয়েও পাড় মুড়ে দিয়েও পাড়ের স্থায়িত্ব বাড়ানোর প্রয়াস পান।

আবার ব্লাক কার্প রেডি ফিড পেলে শামুক খুঁজে খাওয়াও বন্ধ করে দেয়।

এতে কার্প জাতীয় মাছের খাদ্যের ওপর চাপ পরে।

যাই হোক যারা ব্লাক কার্পের চাষে আগ্রহী তারা যেন বাজার চাহিদা, পুকুরে শামুকের প্রাচুর্য এগুলি খেয়াল রেখেই ব্লাক কার্প চাষ করার কথা ভাবেন।

ধন্যবাদ!
Kazi Abeed Latif Sir

( ছবিটি নেট থেকে সংগৃহীত)

Post a Comment

1 Comments

Ad Code

Responsive Advertisement