Ticker

8/recent/ticker-posts

প্রোবায়োটিক বানানোর কৌশল



হাতে বানানো ১০+ লিটার প্রোবায়োটিকস বানানোর কৌশল
১. অটোকুড়া-১০ কেজি
২. আনারস-২ কেজি খোসা ছাড়া
৩.গরুর ভুড়ির গবর-২ লিটার পানির সাথে মিক্স করতে হবে
৪. ইষ্ট- ১০০গ্রাম
৫. চিংড়ি মাছের পেস্তা-৫০০গ্রাম (দেশী চিংড়ি হইলে ভালো হয়)
৬. মোলাসেস-৪ লিটার

উপরের সবগুলো উপাদান মিশ্রিত করে একটি এয়ারটাইট ড্রামে ২১-২৮ দিন রাখতে হবে।

প্রয়োগবিধি :
১০ গ্রাম করে প্রতি শতাংশে পানির সাথে মিশিয়ে সম্পূন্ন পুকুরে ছিটিয়ে দিতে হবে।
বি.দ্র.: উক্ত প্রোবায়োটিকস টি ৬-১২ মাস সংরক্ষন করা এবং ব্যাবহার করা যায়।
অটোকুড়া নতুন হলে ভালো হয় পুরাতন হইলে গরম পানির ভাপ দিতে হবে আর অতিরিক্ত পানি লাগলে ফুটিয়ে ঠান্ডা করে ব্যাবহার করতে হবে।
এটি ব্যাবহার করলে আশা মাছের খাবার খরচ ২০-২৫% কমবে এবং প্রাকৃতির খাবার পরিমান বাড়বে।
ধন্যবাদ

Post a Comment

1 Comments

  1. This is very beneficial for me as well as all who are with fish culture.thanking for all.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement